জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস আগামী বুধবার (১৪ মে) চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করবেন। এ সময় তিনি বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করবেন এবং বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ উপলক্ষে ওই দিন সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলি নদীতে ফিশিং ট্রলার ও কোস্টার-ট্যাংকারসহ সবধরণের ছোট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (১০ মে) বন্দর কর্তৃপক্ষের নৌবিভাগ থেকে এ নির্দেশনা দেয়া হয়। সার্বিক নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এতে বলা হয়, আগামী ১৪ মে বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করে সেখানকার অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করবেন প্রধান উপদেষ্টা। একই সময়ে বন্দরে বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।