জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে শতবর্ষি খাল দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দখলদার মো. ফয়জুল্লাহকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বাঁশখালীর শিলকূপ ইউনিয়নের মোহাব্বত আলী পাড়ায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, খালে স্থিত কালভার্টের নিচে ও সামনের দিকে পুরোপুরি ভরাট করে ফেলে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফয়জুল্লাহ। এছাড়া খালের ওপর তিনি স্থাপনা তৈরি করেছেন। স্থানীয় জনগণ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযানকালে খাল দখল ও ভরাট করে স্থাপনা তৈরি ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৭ দিনের কারাদ- দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারি খাস জমি ও পাবলিক ইজমেন্টসহ অবৈধভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, বাঁশখালীর মোহাব্বত আলী পাড়ার পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া শীলকূপ খালটি জালিয়াখালী খালের সঙ্গে যুক্ত। এ খাল দিয়ে বর্ষাকালে পূর্ব-মনকিচর এলাকার অধিকাংশ চাষির ও মোহাব্বত আলীপাড়ার ৫ শতাধিক পরিবারের পানি নিষ্কাশন হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।