Advertisement
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় আজ বুধবার ভোরে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গুদামটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বিস্ফোরণের সময় গুদামের আশেপাশে থাকা কমপক্ষে ১০ জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা শংকামুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।