জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কোরবানীগঞ্জ এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে হত্যা করে মালামাল লুট করার ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
তিনি জানান, কোরবানীগঞ্জের রোকসানা বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে খুনিকে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামও।
তবে খুনির নাম-পরিচয় ও বিস্তারিত জানান নি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম কোতোয়ালী থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ বিষয়ে আজ বিস্তারিত তুলে ধরবেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের কোরবানীগঞ্জের বোম্বাইয়া আমিনের বিল্ডিং এর ৪র্থ তলায় গম আমদানিকারক প্রতিষ্ঠান এম এ কাশেম ট্রেডিংয়ের মালিক আবুল কাশেম এর আমিন ভাড়া বাসায় ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার স্ত্রী ও ছেলের ওপর হামলা চালায়। ব্যবসায়ীর স্ত্রী রোখসানা বেগম (৪৩) ছেলে আব্দুল আজিজ (২৩) কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে মারা যান রোখসানা বেগম। গুরুতর আহত আজিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।