জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাবের বিভিন্ন ইউনিট। শনিবার সন্ধ্যার পর থেকে কয়েকটি ক্লাবে এ অভিযান শুরু হয় বলে র্যাব-৭ সূত্র নিশ্চিত করেছে। খবর ইউএনবি’র।
সন্ধ্যা ৭টার পর থেকে চট্টগ্রামে আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্লাবে অভিযান চালানো হচ্ছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাসকুর রহমান বলেন- সদরঘাটের মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইসফাক্টরি সড়কের মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এবং হালিশহরের আবাহনী ক্রীড়া চক্রের অফিস ঘেরাও করে যৌথভাবে অভিযান চালাচ্ছে র্যাব।
মুক্তিযোদ্ধ ক্রীড়া চক্রের অফিস থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে পুলিশ নগরীর কোতোয়ালি থানা এলাকায় ‘হ্যাং আউট’ নামে একটি ক্লাবে অভিযান চালায়। সে সময় ক্লাবের মালিকের ছেলেসহ দুজনকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।