চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে চালবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ভোরে সংঘটিত এ ঘটনায় ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনের উপর কোনো প্রভাব পড়েনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা দেয়। পথে সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক লাইনে প্রবেশ করলে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। যদিও কোনো প্রাণহানি ঘটেনি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান,“সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। তবে এই লাইনটি কেবল মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেনের চলাচলে কোনো প্রভাব পড়েনি। ট্রেন উদ্ধারের কাজ চলছে।”
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ সম্পন্ন হলে দ্রুতই লাইন চালু করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



