জুমবাংলা ডেস্ক : গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের বাকলিয়ার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর বাকলিয়ার মিয়া খান নগর এলাকার নুরুল ইসলামের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন দেশ বলেন, ‘নগরীর জেলরোড থেকে হৃদয় নামে একজন গাড়িচালক মিয়া খান নগরে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক যুবক তল্লাশি শুরু করে তাকে। তল্লাশির এক পর্যায়ে প্যান্টের পকেট থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই সময়ে হৃদয় চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং হইচই পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছে যায়।’
‘সেখান থেকে ডিবি পুলিশ পরিচয়দানকারী জাহাঙ্গীর নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে সে ছিনতাইয়ের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।