জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে এক নারীর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
মৃত রোজিনা বেগম (২৫) মাইন উদ্দিনের (স্বপন) স্ত্রী। নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকার বিশ্বকলোনীতে তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর বলে জানা গেছে।
স্বপন জানান, মঙ্গলবার থেকে রোজিনা জ্বরে ভুগছিলেন। বুধবার কর্নেল হাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। রিপোর্ট পাওয়ার পর বুধবার রাতেই রোজিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ডেঙ্গু (মেডিসিন ১৩ নং ওয়ার্ড) ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে রোজিনাকে ওয়ার্ডের এইচডিওতে স্থানান্তর করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
ডেঙ্গুর পাশাপাশি স্ট্রোকের কারণে রোজিনার মৃত্যু হয় বলে জানান ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।