
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মধ্যরাতে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ ঘটেছে সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে।
নিহত ছাত্রদল কর্মীর নাম মো. সাজ্জাদ (২২)। তিনি নগর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। কুমিল্লার মুরাদনগর উপজেলায় তার বাড়ি, তবে তিনি নগরীর তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমদাদুল হক বাদশা এবং বোরহানের গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে টানানো একটি ব্যানার খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয়রা বলেন, বাদশা গ্রুপ ব্যানার খুলে ফেলতে গেলে বোরহান গ্রুপ বাধা দেয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে রূপ নেয়।
নিহতের বড় ভাই মো. ইমরান বলেন,“আমার ভাই বাসায় ছিল। মোবারক নামে একজন তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হয়। পরে শুনি, সে মেডিকেলে মারা গেছে।”
ঘটনার সময় অন্তত ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার কালবেলাকে বলেন, হাসপাতালের আনার পর গুলিবিদ্ধ একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
যুগপৎ আন্দোলনের দলগুলোকে নিয়ে নতুন জোট গঠন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



