জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বুধবার নতুন ২১৫ জন রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট দুই হাজার ৪২৯ জন কভিড-১৯ আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরীর ১৮৫ জন এবং বিভিন্ন উপজেলার ৪৪ জনের সংক্রমণ শনাক্ত হয় বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
তিনি আরও বলেন, বিআইটিআইডি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয় ৮৪টি। এতে করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে ৩৬ জনের। এরা সবাই মহানগরী এলাকার।
সিভিল সার্জন জানান, চমেক ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় সংক্রমণ পাওয়া গেছে ১৩৯ জনের। এর মধ্যে নগরীর ১৩২জন এবং বিভিন্ন উপজেলার সাতজন করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে।
সিভাসু ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৪২ জনের করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এর মধ্যে ১৭ জন মহানগরী এবং ২৫ জন বিভিন্ন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ২২টি নমুনা পরীক্ষা হয়। এতে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া উপজেলার ১২ জনের।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৭জনে। আর সুস্থ হয়েছে ১৯৭জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।