জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে করোনায় মারা গেছে দু’জন, সুস্থ্য হয়েছেন ৯০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে জানা যায়, শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি ল্যাবে ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৬৯ জন নগরীর বিভিন্ন ওয়ার্ডের এবং ১৯ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬ হাজার ৯৫৪ জন, সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৪২২ জন ও ২৭০ জন মারা গেছেন।
ল্যাববিত্তিক হিসেবে দেখা যায়, গত ২৪ ঘন্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে সর্বোচ্চ ২৯৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন ২২ জন। সকলেই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষায় নগরীর ১৩ জনসহ ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীর ১৮ জনসহ ২৫ জন করোনার ভাইরাসে আক্রান্ত বলে রিপোর্টে জানানো হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১০টি নমুনার মধ্যে ৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মেলে।
নগরীর বেসরকারি দু’টি ল্যাবরেটরি ইমপেরিয়াল হাসপাতালে ১১৫ জন ও শেভরনে ৩৭ জনের নমুনা পরীক্ষায় যথাক্রমে ৪ ও ১২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জন পজিটিভ শনাক্ত হন।
বিভিন্ন উপজেলায় আক্রান্ত ১৯ জনের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৬ জন, রাউজানে ৩ জন, লোহাগাড়া, বোয়ালখালী ও সন্দ্বীপের ২ জন করে এবং বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ ও সীতাকু-ে একজন করে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।