জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় একজনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার দশমিক ১৮ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2020/06/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A7%A7%E0%A7%AF.jpg?resize=788%2C449&ssl=1)
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর এগারো ল্যাবে সোমবার ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজন করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৭১ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২৭ জন। গতকাল করোনায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।