
জুমবাংলা ডেস্ক : কাঁধে ব্যাগ, পরনে বিদ্যালয় বা কলেজের ড্রেস। আড্ডা চলছিল চট্টগ্রামের নৈসর্গিক পাহাড়ঘেরা সিআরবিতে। ঠিক তখনি পুলিশি অভিযানে আটক করা হয় ২৬ জন এই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অভিযান চালিয়ে ১৬ জন ছাত্র ও ১০ জন ছাত্রীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর খবর দেওয়া হয় তাদের মা-বাবাকে। কাউন্সেলিং করে সন্তানকে অভিভাবকের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এক প্রশ্নের উত্তরে ওসি মহসীন বলেন,’ সচেতনতা সৃষ্টির জন্যই সিআরবিতে অভিযান চালিয়ে বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের আটক করা হয়েছে। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছি। অভিভাবকরা জানতেন না তাদের সন্তান ক্লাস ফাঁকি দিয়ে বা ক্লাসের অবসরে আড্ডা দিচ্ছে। আবার শিক্ষার্থীরাও অঙ্গীকার করেছে ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না। এতে তাদের পড়াশোনার ক্ষতির পাশাপাশি বিপথগামী হওয়ার ঝুঁকি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সামাজিক চাপ থেকে অভিযানটি চালিয়েছি আমরা। এককথায় বলতে গেলে এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা।’
উল্লেখ্য, কিশোরগ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক এসব কারণে উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকসহ সে অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


