Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে ২২ তলা এ ভবনের তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি সাধিত হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
রোবার বেলা সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
নগরীর আগ্রাবাদস্থ গোসাইলডাঙা মৌজার এলাকার প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর জোনের দুটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, খবর পেয়ে বন্দরের দুইটি ও আগ্রাবাদের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।