জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় বৈদ্যুতিক তারে ভেজা কাঁথা শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ শাহিনুর বেগম (৪০) প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে লালখান বাজারের বাঘঘোনায় এ ঘটনা ঘটে। শাহিনুর বেগম এলাকার আবুল খায়েরের স্ত্রী।
শাহীনুর বেগমের ছোটভাই মো. আলম বলেন, সকালে কাঁথা ধুয়ে তিনি বাসার সামনে শুকাতে দিচ্ছিলেন। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার ছেলে বাঁচাতে তাকে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনুর বেগমকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে ছেলে ও তার মাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন। আহত ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।