চট্টগ্রামে ভুয়া পুলিশ আটক

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা আন্দরকিল্লা মোড় থেকে বুধবার দুপুরে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।

আটক মো. আইয়ুবের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানা এলাকায়। খবর ইউএনবি’র।

কোতেয়ালী থানার ওসি মো. মহসীন জানান, পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুবিধা আদায় এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে আইয়ুবকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘আইয়ুব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,  তার বন্ধু পুলিশ। সে শখের বসেই এ পোশাকটি ক্রয় করে পুলিশ সেজেছে।’

তার মোবাইল চেক করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।