চট্টগ্রামে সংক্রমণ হার ২ শতাংশের নিচে, শেষ ২৪ ঘন্টায় মৃত ১

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার ২ শতাংশের নিচে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের হার ১ দশমিক ৯৩ শতাংশ। এ সময় করোনায় একজনের মৃত্যু হয় এবং সুস্থ হন ১৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, এন্টিজেন টেস্ট ও নগরীর ৮ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৫শ’ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে শহরের ১৬ জন এবং সাত উপজেলার উপজেলার ১৩ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ৮৭৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৩ হাজার ৭৬৬ ও গ্রামের ২৮ হাজার ১১৩ জন। উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ১৩ জনের মধ্যে হাটহাজারীতে ৪ জন, রাউজান, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং সীতাকু-, মিরসরাই ও সন্দ্বীপে ১ জন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় গ্রামের এক রোগি মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০৫ জন হয়েছে। এর মধ্যে ৭২০ শহরের ও ৫৮৫ জন গ্রামের।