Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
বুধবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মনসা বাদামতলে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন- পটিয়া উপজেলার চরখাইন এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো.আলী বাহাদুর (৫৮)। আরেকজনের পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ওই পুরুষের আনুমানিক বয়স ৩৮ বছর।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটির মনসারটেক এলাকার মহাসড়কে ওঠার সময় একটি চাকা খুলে যায়। সেসময় ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুজন মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।