জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি গণমাধ্যমকে বলেন,‘নাফিসকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। ডাক্তার দেখছেন। এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা ধারণা করছি মাইনর অ্যাটাক হয়েছে।’
নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা’আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।’
কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে চট্টগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকার হাসপাতালে নেওয়া হয় তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।