
Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে নতুন আরও এক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবার চট্টগ্রামের সর্বকনিষ্ঠ হিসেবে ১০ মাসের এক শিশুর করোনা পজিটিভ হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নতুন ১৪০ টি নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে।
এর মধ্যে চন্দনাইশের শিশুটি মাত্র ১০ মাস বয়সী। এছাড়া বাকি ৩ জন বান্দরবানের বাসিন্দা। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।
তিনি বলেন, ‘আজ মঙ্গলবার বিআইটিআইডিতে ১৪০ নমুনা পরীক্ষায় নতুন আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একজন চট্টগ্রামের চন্দনাইশের। বাকিরা বান্দরবান জেলার’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।