জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১২ দিনে প্রথম পর্যায়ে ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য কিনেছে। বাকি ২ লাখ ৮২৯টি পরিবারের কাছে রমজান মাসে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ে পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
গত ১২ দিনে চট্টগ্রামে টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬৬৮ দশমিক ৫০৬ মেট্রিক টন চিনি, মসুর ডাল এবং ৬ লাখ ৬৮ হাজার ৫০৬ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগী পরিবার ফ্যামিলি কার্ড প্রদর্শন করে ৪৬০ টাকার বিনিময়ে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারছেন।
শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম জেলায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী ৫ লাখ ৩৫ হাজার পরিবার ৮২ জন উপকারভোগীর মধ্যে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে ৩ লাখ ৩৪ হাজার ২৫৩টি পরিবারের কাছে টিসিবির পণ্য সরবরাহ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, নগরের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন ও ১৫টি পৌরসভায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ কার্যক্রম শেষ হয়েছে। পণ্য বিতরণ কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ট্যাগ টিম গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রথম পর্যায়ের পণ্য বিতরণের কাজ শেষ করা হবে। তারপর রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের বিক্রি কার্যক্রম শুরু হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, টিসিবি ডিলাররা পণ্য গ্রহণের ১ দিন পূর্বে নির্দিষ্ট হিসাব নম্বরে টাকা জমা দান করে ডিও গ্রহণ করে পণ্য বিক্রি করছেন। এ কার্যক্রম তদারকিতে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকার জন্য ট্যাগ টিম গঠন করা হয়েছে। ওই টিম প্রতিদিনের পণ্য বিক্রি কার্যক্রমের ওপর নিয়মিত রিপোর্ট প্রদান করছে। প্রথম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ শেষ হলে রমজানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।