জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম বন্দর নগরীতে করোনায় গত ২৪ ঘণ্টায় জেলার ১৫ উপজেলায় নতুন কোনো আক্রান্ত মিলেনি। এ সময় শহরের এক জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ০ দশমিক ২০ শতাংশ। করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি।
জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজ পাঠানো প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর এগারো ল্যাবরেটরিতে গতকাল বুধবার চট্টগ্রামের ৪৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত এক মাত্র ব্যক্তি শহরের। জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৬ হাজার ৬১৪ জন। সংক্রমিতদের মধ্যে ৯২ হাজার ৮৩ জন শহরের ও ৩৪ হাজার ৫৩১ জন গ্রামের।
গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জন হয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, গতকালের একমাত্র জীবাণুবাহক শনাক্ত হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে। এখানে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
দিনের সবচেয়ে বেশি ১১২টি নমুনা পরীক্ষা হয়েছে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে। এ ছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৯৫, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৮, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫৭, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৬, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩২, মেট্রোপলিটন হাসপাতালে ২০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৪০ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এগারো ল্যাবে ৪৪৯ নমুনার সবগুলোরই নেগেটিভ আসে।
এ দিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও শাহ আমানত বিমান বন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। চট্টগ্রামের কোনো নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, চমেকহা’য় ২ দশমিক ৮৫ শতাংশ এবং বিআইটিআইডি, চবি, আরটিআরএল, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।