জুমবাংলা ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।
শনিবার (২৭ নভেম্বর) বিকালে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে।
এদিকে বান্দরবানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটের সময় এ কম্পন অনুভূত হয়।
মৃত্তিকা গবেষণা কেন্দ্র ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে ভূকম্পনের একদিনের মাথায় শনিবার বিকাল তিনটা পঞ্চাশ মিনিটের সময় বান্দরবান জেলা শহরসহ আশপাশের এলাকাগুলোতে ফের মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয় এ ভূকম্পন। এদিকে পরপর দুদিন ভূকম্পন অনুভূত হওয়ার ঘটনায় স্থানীয়দের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মৃত্তিকা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটের সময় দ্বিতীয় দফায় এ ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিক রিখটার স্কেল বা উৎপত্তি স্থল সম্পর্কে কিছু জানা যায়নি। কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। এতে চকবাজারের কাপাসগোলা সড়কের রহমান ভিলা হেলে পড়ে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে যায়।
একইভাবে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় হেলে পড়ে আরেকটি বহুতল ভবন। ওই ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।