Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। খবর ইউএনবি’র।
শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, পটিয়া নতুন বাইপাসের গাজীরবাড়ি অংশে সড়ক পার হতে যাওয়া এক কিশোরকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ধানক্ষেতে উল্টে যায়।
এ ঘটনায় আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সুসঙ্গ ভট্টাচার্য্য (৪৩) নামে এক ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় রাইখালী কৃষি ফার্ম এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।