চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়কে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দদুক) আটক করেছে। তিনি ব্যবসায়ী ও আমদানিকারকদের কাছ থেকে পণ্য ছাড়ানোর জন্য ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে দুদকের একটি অভিযান চালিয়ে রাজীব রায়কে আটক করা হয়। দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, কাস্টমসে আমদানি করা পণ্য দ্রুত ছাড়ানোর নামে ব্যবসায়ী, সি অ্যান্ড এফ এজেন্ট ও আমদানিকারকরা ঘুষ দিচ্ছেন। অভিযানের সময় রাজীব রায়ের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে তিনি ওই টাকার উৎস স্পষ্ট করতে পারেননি।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সংবাদদাতাদের সঙ্গে কথা বলেননি, তাই এ বিষয়ে কাস্টমসের পদক্ষেপ জানা যায়নি।
এই ঘটনায় দুদক জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজীব রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।