নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগে কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে এনবিআরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্তের এ আদেশ জারি করা হয়।
সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও এনবিআরের আওতাধীন সকল অফিস খোলা রাখা হয়। কিন্তু জাকির হোসেন শনিবার ও রোববার দুইদিন কাস্টমস হাউস বন্ধ রাখেন। এতে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকারের বিপুল আর্থিক ক্ষতি সাধিত হয় বলে বরখাস্তের আদেশে বলা হয়েছে।
ওই দুইদিন এনবিআর ঐক্য পরিষদের আহ্বানে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হয়। জাকির হোসেন ওই কর্মসূচীর সমর্থনে কাস্টমস হাউস বন্ধ রাখেন এবং সকল কর্মকর্ত কর্মকরতার পাশাপাশি জাকির হোসেন নিজেও এতে অংশ নেন বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে জানায়, স্বাধীনতার পর কোনো সময়ে কাস্টমস হাউসের কার্যক্রম বন্ধ হয়নি। ক্ষমতাসীন সব সরকারের বিরুদ্ধে নানা আন্দোলন হলেও কাস্টমস হাউস বন্ধের নজির নেই। কিন্তু কমিশনার জাকির হোসেন এই দুঃসাহসিক নজির দেখিয়েছেন।
সূত্র আরও জানায়, সরকার পরিবর্তন, আন্দোলন, বিক্ষোভ,গণ-অভ্যুত্থান, দুর্ভিক্ষ, করোনা মহামারীসহ সকল সংকটে কোনোদিন দেশের ৯০% আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ হয়নি। তবে গত রোববার নজিরবিহীনভাবে চট্টগ্রাম কাস্টমস হাউজ কমিশনার জনাব জাকির হোসেন কাস্টমস হাউজের সব কর্মকর্তা/কর্মচারীকে ঢাকায় এনবিআর চলমান আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন। তিনি নিজেও চট্টগ্রাম কাস্টমস হাউজ এর সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে ঢাকায় আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তার একক সিদ্ধান্তে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে এবং ১৮ কোটি জনগণের উপর এর সরাসরি প্রভাব পড়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি সংযুক্ত এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় কাস্টমস হাউজ এবং দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯০% এর বেশি এখান দিয়েই পরিচালিত হয়। আমদানির জন্য প্রতিদিন প্রায় ৩,০০০-৪,৫০০ কনটেইনার (TEUs) চট্টগ্রাম বন্দরে খালাস হয়। মূল্য হিসেবে গড় ১,০০০-১,৫০০ কোটি টাকা সমমানের পণ্য আমদানি হয়।
রপ্তানি পর্যায়ে প্রতিদিন গড়ে ২,০০০-৩,০০০ কনটেইনার রপ্তানি হয় যার গড় মূল্য প্রায় ৫০০-৮০০ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে সরকার প্রতিবছর প্রায় ৭০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে। বন্দরের মাধ্যমে প্রতিদিন ৫০,০০০+ মেট্রিক টন পণ্য লোড/আনলোড হয়।
উল্লেখ্য, এনবিআর সংস্কার এর জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত দুই মাসব্যাপী আন্দোলন চলমান রেখেছে। এতদিন তারা বিভিন্ন সময়ে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করলেও গত শনিবার থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিল। তবে সোমবার রাতে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।