বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে চট্টগ্রাম থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। প্রায় ১৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাঁকে একনজর দেখতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার থেকেই ঢাকায় যাত্রা শুরু করেছেন। তবে বেশির ভাগ নেতাকর্মী আজ বুধবার রাতের মধ্যে ঢাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে কয়েক দিন ধরে আনন্দ মিছিল ও সমাবেশ হচ্ছে। নগর ও জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। একই সঙ্গে ঢাকায় যাওয়ার প্রস্তুতিও চলছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিএনপিতে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান কালের কণ্ঠকে বলেন, বুধবার তূর্ণা এক্সপ্রেস, ঢাকা মেইল, সোনার বাংলাসহ বিভিন্ন ট্রেনে এবং শতাধিক বাস ও ব্যক্তিগত যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এরই মধ্যে অনেকে ঢাকায় পৌঁছেছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, তাঁদের আওতাধীন আটটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ৩০-৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে আগেই রওনা হয়েছেন।
হাদি হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ আজ
পূর্বাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, বুধবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী প্রতিটি ট্রেনে গড়ে দুই থেকে তিনটি অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। তূর্ণা, ঢাকা মেইল ও সোনার বাংলা ট্রেন চলবে ২০টি বগি নিয়ে। সন্ধ্যার পর থেকে বাস, মিনিবাস ও ব্যক্তিগত যানবাহনের বড় বহর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানান দলীয় নেতারা।
এদিকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরাও তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে আজ চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাধারণ যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



