স্পোর্টস ডেস্ক: চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। মার্চে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে রোববার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বদলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজটি আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিখ্যাত ক্রিকেট সাইট ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী জানান, আইসিসির স্বীকৃত সব স্টেডিয়ামকে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দিতে তাদের এই সিদ্ধান্ত।
তিনি বলেন, আইসিসি স্বীকৃত সব স্টেডিয়াম যেন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। সেজন্য আমরা ওয়ানডে সিরিজ সিলেটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ ম্যাচ খেলবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসার কথা। সূচি অনুযায়ী, প্রথম টেস্ট মিরপুর স্টেডিয়ামে গড়াবে ২২ ফেব্রুয়ারি। এরপর ১, ৩ ও ৬ মার্চ সিলেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দফায় আবার মিরপুরে ৯ ও ১১ মার্চ টি-২০ সিরিজ খেলবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।