চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্য ওঠা-নামা বন্ধ

বন্দরজুমবাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরের করণীয় নির্ধারণে বিকালে জরুরি সভা করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙরে অবস্থান করা পণ্যবাহী ৫৫টি জাহাজ থেকে পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় বন্দরে একাধিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাগর ক্রমান্বয়ে উত্তাল হয়ে উঠছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। উপকুলীয় এলাকায় সকল আশ্রয় কেন্দ্রগুলো (সাইক্লোন সেন্টার) খুলে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *