জুমবাংলা ডেস্ক : উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ব্লেজ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি তানাইস ড্রিম’। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত থেকে আসা চালের প্রথম চালান।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় জাহাজটি।
এর আগে, গত ২৩ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চাল লোড করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্তা২৪.কম-কে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
তিনি বলেন, আজ বিকেল ৩টার দিকে ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন নিয়ে ‘এমভি তানাইস ড্রিম’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৫টা থেকে ৬টার দিকে অন বোট করার কথা রয়েছে। কুয়াশার ওপর নির্ভর করে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর বা ৯ নম্বর জেটিতে ভিড়ানোর কথা রয়েছে। আমরা ৯ নম্বর জেটিতে ভিড়ানোর সংকেত পাবো হয়তো।
জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষার করতে ৩ ঘণ্টার মত সময় লাগতে পারে। আমরা আশা করছি বি শিফটে (দুপুর ২টার দিকে) চাল খালাসের কাজ শুরু হবে।
উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় জাহাজটি গত ২৩ ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত থেকে আসা চালের প্রথম চালান বলে যোগ করেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের এ কর্মকর্তা।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি সিদ্ধ চালের এটিই প্রথম চালান। এছাড়া জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।