
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, রক্ত দিয়ে অর্জিত দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে যে আলোচনার জন্ম হয়েছে, তা স্টেকহোল্ডারদের মতামত ছাড়াই নেওয়া সিদ্ধান্তের ফল।
রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। দেশীয় বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লায়ন ফারুক রহমান বলেন, “চট্টগ্রাম বন্দর এখন লাভজনক অবস্থায় রয়েছে। বন্দরের উন্নয়নে বিদেশি বিনিয়োগের প্রয়োজন হতে পারে, কিন্তু এত দীর্ঘমেয়াদি ও স্পর্শকাতর বিষয়ে ব্যবসায়ী, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া অদূরদর্শী। গোপনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।”
তিনি অন্তর্বর্তী সরকারকে বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকের অনেক দাবি-দাওয়া রয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে সেগুলো পূরণ করা হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মানবে না।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



