জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১১৪ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত (স্বাস্থ্য বিসিএস) স্বাস্থ্য কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো। বুধবারের মধ্যে তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকরিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ ফেনী ও খাগড়াছড়ি হাসপাতালে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বদলির বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, চমেক ডাক্তারদের বদলির যে আদেশ দেওয়া হয়েছে তা বাতিল করা হোক। এ গণবদলি হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করবে। আর চমেকের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। চট্টগ্রামের জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি বিদ্যমান ডাক্তার দিয়েই ভালোভাবে চলছে। জেনারেল হাসপাতালে কোনো চিকিৎসক সংকট নেই।
তিনি আরও বলেন, এ গণবদলির কারণে চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে পড়বে। এ বদলির ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নন কোভিড ওয়ার্ডে চিকিৎসা নেওয়া রোগীরা ভোগান্তিতে পড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।