চট্টগ্রাম-১১: কেটলির চাপে কোনঠাসা নৌকা

শুভাশীষ ভট্টাচার্য্য, চট্টগ্রাম: নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের জিয়াউল হক সুমনের জনপ্রিয়তার কারণে কোনঠাসা হয়ে পড়ছেন।

সুমনের সমর্থকদের দাবি, নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাসহ স্থানীয় নেতৃবৃন্দ সুমনের পক্ষে প্রকাশ্যে মাঠে নামার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন লতিফ।

ব্যারিস্টার সুলতান আহমদ কলেজ ছাত্রলীগের সভাপতি ও নগর ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে দেখে উনি (লতিফ) ভয় পাচ্ছেন। প্রচার প্রচারণায় জিয়াউল হক সুমনের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, সেটা দেখে উনি বারবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট মহলে ধর্ণা দিচ্ছেন। যাতে করে যে কোনো ইঞ্জিনিয়ারিং করে নিজের জয় নিশ্চিত করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশমতো ভোট সুষ্ঠু হবে। আর সুষ্ঠু ভোট হলে গত ১৫ বছরের বঞ্চনার ইতিহাস মুছে সুমন ভাই বিপুল ভোটে বিজয়ী হবেন।’

স্বতন্ত্র প্রার্থী সুমনের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা আগে থেকেই সুমনকে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছিলেন। এর মধ্যে গত শুক্রবার সুমনের সমর্থনে মতবিনিময় সভায় এসব নেতারা উপস্থিত থেকে সুমনকে বিজয়ী করতে নানা দিক নির্দেশনাও দিয়েছেন।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণায় নতুন মাত্রা যোগ হচ্ছে। ভোটারদের সাথে গনসংযোগের সাথে সাথে সুমনের সমর্থনে গণজোয়ার উঠছে বলে মনে করেন সুমনের সমর্থকরা। উল্টোদিকে যতোই দিন যাচ্ছে, লতিফের পক্ষে জনসমর্থন ততোই কমে যাচ্ছে।

সুমনের সমর্থকরা বলছেন, সুমনের পক্ষে গণজোয়ার দেখে লতিফের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রকাশ্য হুমকি দিচ্ছেন। নির্বাচনী কার্যালয়ে আগুন দিচ্ছেন। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে সুমনের নির্বাচনী ক্যাম্পে গিয়ে হামলার চেষ্টা করছেন। লতিফ নিজেও সভা সমাবেশে ‘নুরী বাহিনী’র ভয় দেখানোসহ নানা অযাচিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন। এগুলো করার কারণ হচ্ছে সুমনের কেটলি প্রতীকের জনপ্রিয়তার কারণে লতিফের কোনঠাসা অবস্থা।