জুমবাংলা ডেস্ক : ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ভোটারদের ধারণা দিতে এবং এর ব্যবহার শেখাতে আজ সোমবার নগরীর পাঁচলাইশে ইভিএম প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন কমিশন এ প্রদর্শনীর আয়োজন করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৮ সংসদীয় আসনটি বোয়ালখালী উপজেলা এবং নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকা নিয়ে গঠিত। ফলে বোয়ালখালীর ১৮টি, পাঁচলাইশের ১০টি এবং চান্দগাঁওয়ের ১৫টি স্থানে ইভিএম প্রদর্শনী আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এছাড়া মক-ভোটিংয়ের ব্যবস্থাও থাকবে।
পাঁচলাইশের নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেয়া ও ভোটদানের পদ্ধতি শেখানো। আমরা চাই এর মাধ্যমে ভোটারদের মনের সব সংশয় নিরসন হোক।
উল্লেখ্য, সাংসদ মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে এ সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



