জুমবাংলা ডেস্ক : চতুর্থ গণবিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগের ওপর দেয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কী হয়েছে জানা যায়নি।
এনটিআরসিএ বলছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। এখানে ভুলের সম্ভাবনা নেই বললেই চলে। এজন্য হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আপিল করা হয়।
এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে বলেন, আইনি জটিলতায় নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে গেছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছি আমরা। দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে।
সাকিকুননাহার নামে এক নিবন্ধনধারী ৬৩ নম্বর পেয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন। তিনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন, সেখানে ৬১ নম্বর পাওয়া এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে তিনি সুপারিশ পাননি।
বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের শুনানি শেষে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন আদালত। ফলে থমকে যায় নিয়োগ কার্যক্রম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।