বিনোদন ডেস্ক: অয়ন মুখার্জির পরিচালনায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ একের পর এক রেকর্ড করেই যাচ্ছে বক্স অফিসে। সিনেমাটি মুক্তির চতুর্থ দিনেও দর্শকদের উত্তেজনা ধরে রেখেছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) আয় কিছুটা কমে এলেও চতুর্থ দিনের আয় হিসেবে এটি রেকর্ড গড়েছে।
একটি চমৎকার সাপ্তাহিক ছুটি কাটিয়ে সোমবার হিন্দিতে ১৪.২৫ কোটি এবং ডাব করা ভাষায় ২ কোটি, মোট ১৬.২৫ রুপি আয় করেছে সিনেমাটি।
এর মাধ্যমে সিনেমাটির চতুর্থ দিন শেষে ভারতে আয় আনুমানিক ১৪০ থেকে ১৪২ কোটিতে দাড়িয়েছে। এছাড়াও বিদেশী মার্কেট থেকে ৬৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে চার দিনে এর বিশ্বব্যাপী মোট আয় প্রায় ২০৭ কোটি রুপি হয়েছে।
এর আগে পদ্মাবত ( ১১ মিলিয়ন), ধুম ৩ (১০.৩০ মিলিয়ন), সুলতান (৯.৬০ মিলিয়ন), দিলওয়ালে (৮.৮০ মিলিয়ন) এবং দাঙ্গাল (৮.৭০ মিলিয়ন) ডলার আয়ের পরে ‘ব্রহ্মাস্ত্র’ বিদেশী বাজারে বলিউড চলচ্চিত্র হিসেবে জন্য পঞ্চম বৃহত্তর সূচনা করে রেকর্ড করেছে।
গত ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’। গত ৮ বছর ধরে এই সিনেমার উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। রণবীর-আলিয়া ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।
সূত্র : বলিউড হাঙ্গামা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।