জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি চতুর্থ দিনের মতো শুরু হয়েছে। সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এ শুনানি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়। আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে।
এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়। তৃতীয় দিনে ৬১ জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয় ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুজনের আপিল।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।