জুমবাংলা ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনকে কারাগারে এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার ৯ বছরের শিশু বাকেরগঞ্জ উপজেলার সুখিনীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার নীলগঞ্জ গ্রামের সাহাবুদ্দিন সাগর (৪০), হেলাল চৌকিদার (২৫) এবং এক ১৪ বছর বয়সী কিশোর।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, শিশুর বাবার বাড়ি ঝালকাঠীর নলসিটি উপজেলায় হলেও বাকেরগঞ্জের নীলগঞ্জ গ্রামে নানার বাড়িতে থাকত সে। গত বৃহস্পতিবার বিকেলে মোবাইল চুরির অপবাদে তার উপর নির্যাতন চালায় কয়েকজন প্রতিবেশী।
ওসি আরো জানান, বাথরুমে আটকে রেখে হাত-পা বেঁধে এবং গামছা দিয়ে মুখ পেঁচিয়ে মুখের উপর পানি ঢালা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বশির হাওলাদার বাদী হয়ে শুক্রবার রাতে পাঁচজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।