জুমবাংলা ডেস্ক : আশা মনি আবুল হাশেমের চতুর্থ স্ত্রী। নারী ও শিশু নির্যাতন মামলায় বাউলশিল্পী আশা মনির স্বামী আবুল হাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (০২ জুলাই) ঢাকা সিএমএম আদালতের বিচারক আসামি পক্ষের আইনজীবীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বাউলশিল্পী আশা মনির দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানাপুলিশ।
মামলার বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার গাইন সাংবাদিকদের জানিয়েছেন, হাতিরঝিল থানার মামলা নং ১/৭/২১। মামলাটির বাদী হচ্ছে আশা মনি। মামলাটির একমাত্র আসামি, যিনি হচ্ছেন আশা মনির হাজবেন্ড আবুল হাশেম। আবুল হাশেম সাহেবের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ১১’র গ ধারার একটা মামলা। উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বিদ্যমান। ইতোপূর্বে এই বাদীর (আশা মনি) কাছ থেকে ২৫ লাখ টাকা যৌতুক হিসেবে গ্রহণ করেছে। এরপর আবারও আশা মনির কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেছে। এরপর অভিযোগকারী হিসেবে আশা মনি হাতিঝিল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার পর গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আসামিকে সিএমএম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী বাউলশিল্পী আশা মনি আবুল হাশেমের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।