জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টার থেকে ১৪টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চুরির বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবন্ধীদের পড়ালেখার সুবিধার্থে সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে এনজিও সংস্থা ইপসা এ ই-লার্নিং সেন্টার তৈরি করে। গতবছর সেখানে ১৪টি কম্পিউটার বসানো হয়।
এরমধ্যে ৪টি কম্পিউটারের সিপিইউ, ১৪টি মনিটর চুরি হয়ে গেছে। আরও ৪টি সিপিইউ পরিত্যক্ত অবস্থায় লাইব্রেরির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।
চবির লাইব্রেরিয়ান এ কে এম মাহফুজুল হক বলেন, গ্রীল কেটে সবকটি কম্পিউটারের মনিটর এবং ৪টির সিপিইউ নিয়ে গেছে চোরেরা। কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও নিরুপন করা যায়নি।
প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। লাইব্রেরির পেছনের পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি সিপিইউ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করছি- বেশ কিছু দিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে দুর্বৃত্তরা। চোরাই হওয়া জিনিষের তালিকা তৈরি করে থানায় মামলা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।