চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ফলাফল আজ সোমবার (২৮ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।
বিকালে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
‘বি’ ইউনিটের অধিভুক্ত কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৪৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। যার পাসের হার ৩৬.৯৪%।
জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩৬ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৩ হাজার ৪৭৩ জন। ‘বি’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২২১টি।
অন্যদিকে আজ সকাল ও বিকালের দুই শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ১৬০টি আসনে বিপরীতে পরীক্ষার্থী ছিলো ৫২ হাজার ৯১৭ জন। আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ২১২টি আসনের জন্য লড়বেন ৫২ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৪ জন পরীক্ষা দিবেন।
পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।