বিনোদন ডেস্ক: প্রকাশ পেয়েছে সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবির ট্রেলার। ইউটিউবে প্রকাশের পর থেকেই নেটিজেনরা ট্রেলারের প্রশংসা করছেন।
জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ১০ ডিসেম্বর প্রকাশ পাওয়া এ ট্রেলার ইতোমধ্যে ভিউ হয়েছে সাড়ে তিন লাখ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সিনেমার ট্রেলার উন্মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম ও ‘শান’ সিনেমার পরিচালক এম রাহিম।
সিয়াম বলেন, আমি ঢাবির শিক্ষার্থী ছিলাম। আজ এখানেই আমাদের সিনেমার ট্রেলার মুক্তি দিতে পারছি, যা আমার জন্য অনেক আনন্দের। পূজা চেরি ও আমার তৃতীয় সিনেমা ‘শান’। সিনেমা দেখে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব।
এ সিনেমার ক্রিয়েটিভ প্রধান আজাদ খান বলেন, ‘শান’-এর মতো পুলিশ অ্যাকশন সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি।
সিনেমাটি নির্মিত হয়েছে ফিলম্যান প্রডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান। ‘শান’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিনেমায় সিয়ামের বিপরীতে আছে পূজা চেরি।
এদিকে ট্রেলার রিলিজ করার পূর্ব মুহূর্তে এক ভক্ত মঞ্চে এসে সিয়ামের পায়ে পড়েন। সিয়াম তাকে তুলে বুকে টেনে নেন, তুলেন সেলফি। এর পরেই বাধে বিপত্তি। একে একে অনেকেই উঠে যান মঞ্চে, সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অনেকের আবদারও পূরণ করেন সিয়াম। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়লে সিয়াম ও উপস্থাপিকা শান্তা জাহান সবাইকে ট্রেলার উপভোগ করার অনুরোধ জানান।
পরবর্তীতে ট্রেলার দেখার জন্য সবাই শান্ত হলেও ট্রেলার রিলিজ শেষেও দেখা গেল একই চিত্র। পরে বিষয়টি সামাল দিতে নেওয়া হয় পুলিশের সাহায্য। প্রায় ১০-১৫ মিনিট চেষ্টার পর পুলিশ কিছুটা সামাল দিলে কোনো রকমে বের হয়ে যান সিয়াম।
এমন বিব্রতকর পরিস্থিতির জন্য ম্যানেজমেন্টের দুর্বলতাকে দায়ী করেছেন অনেকে। এর আগে সিনেমাটির রিলিজ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কেউ দেখেছেন গাছের উপরে উঠেও।
ট্রেলার রিলিজের সময় সিয়াম ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক পরিচালক এম রাহিম ও ছবির অন্যান্য কলাকুশলীরা।
সত্য ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। সিয়াম ও পূজা ছাড়াও সিনেমায় রয়েছে তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।