বিনোদন ডেস্ক: নতুন শো ‘মুভিং উইথ মালাইকা’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন মালাইকা অরোরা খান। আগামী ৫ ডিসেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে মালাইকা অরোরা খানের নতুন এই শো দেখা যাবে।
এ বিষয়ে মালাইকা একটি সাক্ষাৎকারে জানান, তার সম্পর্কে যত ভূল ধারণা আছে সেগুলো সব ভেঙে ফেলতে চান এই শো এর মাধ্যমে। এছাড়াও তাকে নিয়ে যত ট্রল হয় তা নিয়েও শোতে কথা বলবেন মালাইকা।
তিনি আরও জানান, এই শো এর একটি জরুরি অংশ হবে তার সম্পর্কে মানুষের মনে যত ভ্রান্ত ধারণা আছে সেগুলো দূর করা।
ট্রল নিয়ে আর মাথা ঘামান না উল্লেখ করে মালাইকা জানান, ‘যার যার নিজস্ব একটা ধারণা, দৃষ্টিকোণ তো থাকবেই। আর সেটা গড়ে উঠার পিছনে ট্রলের একটা বড় হাত থাকে। কিন্তু আমার মনে হয় আমাকে নিয়ে মানুষের যে ভুল ধারণা আছে সেটা এবার কাটানো দরকার।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘মানুষ আমার সব কিছু নিয়েই সমালোচনা করে, সেটা আমার পছন্দ হোক, পোশাক হোক বা জীবনযাপনের ধরন। এমনকি আমার বয়স, চলাফেরা সবকিছু নিয়েই সমালোচনা হয়। আর এই বিষয়গুলো নিয়ে আমাকে ভীষণ রকম ট্রলের সম্মুখীন হতে হয়। আর এবার এই বিষয়গুলো নিয়েই আমি কথা বলব। এটা স্রেফ একটা টক শো নয়। এখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখা হবে।’
কিছুদিন আগে এই শোয়ের একটি প্রোমো ভিডিওতে মালাইকাকে বেশ কিছু সমালোচনা নিয়ে মুখ খুলতে দেখা গেছে। তিনি নিজের বিষয়ে বলেছিলেন, তিনি এমন একজন নারী যাকে নিয়ে সবাই কথা বলতে ভালোবাসেন।
তার কথায়, ‘যাই করো মানুষ তোমায় নিয়ে কথা বলবেই। আমার সম্পর্ক ভাঙলেও সেটা ব্রেকিং নিউজ হয়ে যায়। আমি জীবনে এগিয়ে চললে সেটা নিয়েও আলোচনা হয়।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।