বিজ্ঞান ও পযুক্তি ডেস্ক: এবার আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি ‘লাইট কম্ব্যাট হেলিকপ্টারের’। ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের অস্ত্র পরিবহনে সক্ষম এই হেলিকপ্টার এমনটাই দাবি করছে ভারতীয় বিমান বাহিনী।
ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড’ এই হেলিকপ্টারের নকশা করেছে। বাকি কাজও হয়েছে সেখানেই।
যোধপুরে সোমবার এই হেলিকপ্টারের অভিষেক। এতে যোগ দেবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও দেশটির বিমান বাহিনীর প্রধান মার্শাল ভিআর চৌধুরী।
দুই ইঞ্জিন বিশিষ্ট ৫.৮ টন ওজনের এই হেলিকপ্টার এরইমধ্যে বেশ কয়েকটি অস্ত্র নিক্ষেপ পরীক্ষা সম্পূর্ণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এই প্রকল্পে নরেন্দ্র মোদীর সরকার ৩ হাজার ৮৮৭ কোটি রুপি ব্যয় করেছে। প্রকল্পে তৈরি ১৫ হেলিকপ্টারের মধ্যে ১০ টি পাবে ভারতীয় বিমান বাহিনী এবং ৫টি যাবে সেনাবাহিনীতে এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: এনডিটি
বিনোদন দুনিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন সৌদি যুবরাজ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel