Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চমক হিসেবে যেসব পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
Social Media Software, Apps and Tools Technology News বিজ্ঞান ও প্রযুক্তি

চমক হিসেবে যেসব পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

Sibbir OsmanDecember 6, 2021Updated:December 6, 20213 Mins Read
Advertisement

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্রায় সময়ই বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এবারও ঠিক এর কোন ব্যতিক্রম হয়নি। নতুন করে ৭ ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। একাধিক ডিভাইসে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার, মেসেঞ্জারের মতো রিঅ্যাকশন, নকশায় পরিবর্তনসহ ৭ ধরনের পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএ বেটা ইনফো নামের ওয়েবসাইট থেকে এসব জানানো হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে যোগাযোগের জনপ্রিয় অ্যাপটির আসন্ন হালনাগাদে সেগুলো যোগ করা হতে পারে।

অবশ্য বেশ কয়েকটি এরই মধ্যে পরীক্ষামূলক ভিত্তিতে ব্যবহারের সুযোগ পেয়েছেন অনেকে। আসুন এক নজরে জেনে নিই হোয়াটসঅ্যাপ যেসব পরিবর্তন নিয়ে আসছে:

  • গ্রুপ চ্যাটে ‘কমিউনিটিজ’: কমিউনিটিজের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটররা গ্রুপ চ্যাট নিয়ন্ত্রণের আরও সুবিধা পাবেন। এতে গ্রুপের ভেতরে ছোট ছোট গ্রুপ (সাবগ্রুপ) খোলার সুবিধা আসতে পারে। সাবগ্রুপগুলোতেও অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন থাকবে।
  • একসঙ্গে চারটি ডিভাইসে হোয়ায়টসঅ্যাপ ব্যবহার: পরীক্ষামূলকভাবে ব্যবহারের শর্তে (বেটা) অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এরই মধ্যে মাল্টি-ডিভাইস সুবিধা পাচ্ছেন। এখন যেমন হোয়াটসঅ্যাপে এক অ্যাকাউন্ট কেবল একটি স্মার্টফোনে ব্যবহার করা যায়, কম্পিউটার থেকে ব্যবহার করতে চাইলেও মূল স্মার্টফোন ইন্টারনেটে যুক্ত রাখতে হয়, তখন এই সীমাবদ্ধতা থাকবে না। তখন একসঙ্গে চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে, প্রাথমিক স্মার্টফোন অনলাইনে যুক্ত রাখার প্রয়োজনও হবে না।
  • নিজে থেকেই বার্তা মুছে যাওয়ার সুবিধায় নতুনত্ব: হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ অর্থাৎ নির্দিষ্ট সময় পর নিজে থেকেই বার্তা মুছে যাওয়ার সুবিধা চালু করা হয় গত বছর। এতদিন এই বার্তাগুলো সাত দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। তবে বেটা সংস্করণে ৯০ দিন এবং ২৪ ঘণ্টার দুটি অপশন যোগ করা হচ্ছে।
  • কে আপনার তথ্য দেখতে পাবে না, তা ঠিক করে দেওয়া যাবে: কোনো ব্যবহারকারী শেষ কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিলেন, সেটা বোঝা যায় ‘লাস্ট সিন’ দেখে। নতুন সুবিধায় এই লাস্ট সিনের পাশাপাশি ব্যবহারকারীর স্ট্যাটাস, প্রোফাইল ছবি, বিবরণ (অ্যাবাউট) ইত্যাদি কে কে দেখতে পারবে আর কে পারবে না, তা নিয়ন্ত্রণ করা যাবে। এতদিন এভরিওয়ান, মাই কনট্যাক্টস এবং নোবডি অপশন ছিল। এখন থেকে ব্যবহারকারীরা যাদের তা দেখতে দিতে চান না, তাদের ‘মাই কনট্যাক্টস এক্সসেপ্ট’ নামের চতুর্থ অপশনে নির্ধারণ করে দিতে পারবেন।
  • ইনস্টাগ্রাম-মেসেঞ্জারের মতো আসছে রিঅ্যাকশন: ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে কোনো বার্তায় এখন যেমন রিঅ্যাকশন (লাইক, লাভ ইত্যাদি) যোগ করা যায়, হোয়াটসঅ্যাপেও তেমন সুবিধা আসবে। রিঅ্যাকশনগুলো যথারীতি বার্তার নিচে দেখাবে এবং গ্রুপ মেসেজের ক্ষেত্রে সবাই তা দেখতে পারবে।
  • ভয়েস মেসেজ পাঠানোর আগে শুনে নেওয়া যাবে: ভয়েস মেসেজের ক্ষেত্রে পাঠানোর আগে তা শুনে নেওয়ার সুবিধা আসতে পারে। যদি অনুপযুক্ত মনে হয়, তবে পাঠানোর আগেই তা মুছে ফেলা যাবে। এত দিন রেকর্ড বন্ধ করার সঙ্গে সঙ্গে তা চলে যেত, ব্যবহারকারীরা চাইলে পুরো মেসেজটিই মুছে ফেলতে পারতো, তবে সে ক্ষেত্রে একটি নোটিফিকেশন পেতেন প্রাপক।
  • কনট্যাক্ট কার্ডের নকশায় পরিবর্তন আসছে: হোয়াটসঅ্যাপে আপনার কনট্যাক্ট তালিকায় কারও নামে ট্যাপ করলে যে তথ্যগুলো দেখায় সেটি হলো কনট্যাক্ট কার্ড। নতুন সংস্করণে সে কার্ডের নকশায় পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। স্ক্রিনশটে দেখা যায় ইনফো বোতামটি নামের পাশে দেখাচ্ছে। আর প্রোফাইল ছবি আগের মতো বর্গাকৃতির না দেখিয়ে, দেখাচ্ছে বৃত্তাকার।

গ্রুপ চ্যাটে ‘কমিউনিটিজ’: কমিউনিটিজের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটররা গ্রুপ চ্যাট নিয়ন্ত্রণের আরও সুবিধা পাবেন। এতে গ্রুপের ভেতরে ছোট ছোট গ্রুপ (সাবগ্রুপ) খোলার সুবিধা আসতে পারে। সাবগ্রুপগুলোতেও অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন থাকবে।

একসঙ্গে চারটি ডিভাইসে হোয়ায়টসঅ্যাপ ব্যবহার: পরীক্ষামূলকভাবে ব্যবহারের শর্তে (বেটা) অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এরই মধ্যে মাল্টি-ডিভাইস সুবিধা পাচ্ছেন। এখন যেমন হোয়াটসঅ্যাপে এক অ্যাকাউন্ট কেবল একটি স্মার্টফোনে ব্যবহার করা যায়, কম্পিউটার থেকে ব্যবহার করতে চাইলেও মূল স্মার্টফোন ইন্টারনেটে যুক্ত রাখতে হয়, তখন এই সীমাবদ্ধতা থাকবে না। তখন একসঙ্গে চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে, প্রাথমিক স্মার্টফোন অনলাইনে যুক্ত রাখার প্রয়োজনও হবে না।

নিজে থেকেই বার্তা মুছে যাওয়ার সুবিধায় নতুনত্ব: হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ অর্থাৎ নির্দিষ্ট সময় পর নিজে থেকেই বার্তা মুছে যাওয়ার সুবিধা চালু করা হয় গত বছর। এতদিন এই বার্তাগুলো সাত দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। তবে বেটা সংস্করণে ৯০ দিন এবং ২৪ ঘণ্টার দুটি অপশন যোগ করা হচ্ছে।

কে আপনার তথ্য দেখতে পাবে না, তা ঠিক করে দেওয়া যাবে: কোনো ব্যবহারকারী শেষ কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিলেন, সেটা বোঝা যায় ‘লাস্ট সিন’ দেখে। নতুন সুবিধায় এই লাস্ট সিনের পাশাপাশি ব্যবহারকারীর স্ট্যাটাস, প্রোফাইল ছবি, বিবরণ (অ্যাবাউট) ইত্যাদি কে কে দেখতে পারবে আর কে পারবে না, তা নিয়ন্ত্রণ করা যাবে। এতদিন এভরিওয়ান, মাই কনট্যাক্টস এবং নোবডি অপশন ছিল। এখন থেকে ব্যবহারকারীরা যাদের তা দেখতে দিতে চান না, তাদের ‘মাই কনট্যাক্টস এক্সসেপ্ট’ নামের চতুর্থ অপশনে নির্ধারণ করে দিতে পারবেন।

ইনস্টাগ্রাম-মেসেঞ্জারের মতো আসছে রিঅ্যাকশন: ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে কোনো বার্তায় এখন যেমন রিঅ্যাকশন (লাইক, লাভ ইত্যাদি) যোগ করা যায়, হোয়াটসঅ্যাপেও তেমন সুবিধা আসবে। রিঅ্যাকশনগুলো যথারীতি বার্তার নিচে দেখাবে এবং গ্রুপ মেসেজের ক্ষেত্রে সবাই তা দেখতে পারবে।

ভয়েস মেসেজ পাঠানোর আগে শুনে নেওয়া যাবে: ভয়েস মেসেজের ক্ষেত্রে পাঠানোর আগে তা শুনে নেওয়ার সুবিধা আসতে পারে। যদি অনুপযুক্ত মনে হয়, তবে পাঠানোর আগেই তা মুছে ফেলা যাবে। এত দিন রেকর্ড বন্ধ করার সঙ্গে সঙ্গে তা চলে যেত, ব্যবহারকারীরা চাইলে পুরো মেসেজটিই মুছে ফেলতে পারতো, তবে সে ক্ষেত্রে একটি নোটিফিকেশন পেতেন প্রাপক।

কনট্যাক্ট কার্ডের নকশায় পরিবর্তন আসছে: হোয়াটসঅ্যাপে আপনার কনট্যাক্ট তালিকায় কারও নামে ট্যাপ করলে যে তথ্যগুলো দেখায় সেটি হলো কনট্যাক্ট কার্ড। নতুন সংস্করণে সে কার্ডের নকশায় পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। স্ক্রিনশটে দেখা যায় ইনফো বোতামটি নামের পাশে দেখাচ্ছে। আর প্রোফাইল ছবি আগের মতো বর্গাকৃতির না দেখিয়ে, দেখাচ্ছে বৃত্তাকার।

২২ লাখ ভারতীয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Whatsapp হোয়াটসঅ্যাপ
Related Posts
Gaming Smartphone

স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭টি উপায়

December 15, 2025
Mobile

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

December 15, 2025
ai tool

আপনার কাজের গতিকে ১০০ গুণ বাড়িয়ে নিতে বেছে নিন সেরা ৫০টি AI টুল

December 15, 2025
Latest News
Gaming Smartphone

স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭টি উপায়

Mobile

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

ai tool

আপনার কাজের গতিকে ১০০ গুণ বাড়িয়ে নিতে বেছে নিন সেরা ৫০টি AI টুল

Wi-Fi

ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করার কার্যকর কৌশল

prison overcrowding

Pope Condemns Severe Prison Overcrowding in Final Holy Year Address

স্মার্টফোনের ব্রাইটনেস

স্মার্টফোনের ব্রাইটনেস কতটুকু রাখা জরুরি

স্মার্টফোন

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন!

wifi

ওয়াইফাই ও হটস্পটের পার্থক্য কী? অনেকেই জানেন না

‘গোল্ডেন প্লে বাটন’

‘গোল্ডেন প্লে বাটন’ পাওয়ার পর ইউটিউবারদের মাসিক আয় কত?

Dumbphone VS Smartphone

Dumbphone VS Smartphone: কেন নতুন প্রজন্ম ফিরে যাচ্ছে ফিচার ফোনে?

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.