বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই তার। যারা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তারা দেখতে চান চলচ্চিত্রে।
টিভি নাটকের অভিনয়শিল্পীরা এক সময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারা বছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখানোর ইচ্ছে সবারই থাকে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট।
ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন- এমন প্রশ্নের জবাবে মেহজাবিন চৌধুরী গণমাধ্যমের কাছে বলেন, অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেনো, আমি সবসময় চাই ভালো কিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে সিনেমা করতেই হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।