চলচ্চিত্রে নজর কাড়তে না পারে ‘বেহায়া বউ’ হলেন সৌমি

চলচ্চিত্রে নজর কাড়তে না পারে ‘বেহায়া বউ’ হলেন সৌমি

বিনোদন ডেস্ক : ২০১২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চূড়ান্ত দশে ছিলেন সেমন্তী সৌমি। এরপর ছোট পর্দায় একাধিক নাটক আর বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এর আগে ‘অস্তিত্ব’ ছবিতে দেখা গেছে তাঁকে। তবে বড় পর্দায় ‘বয়ফ্রেন্ড’ নামের একটি সিনেমায় প্রথম নায়িকা হয়েছেন।

চলচ্চিত্রে নজর কাড়তে না পারে ‘বেহায়া বউ’ হলেন সৌমি

তবে চলচ্চিত্রে অভিষিক্ত হলেও নজর কাড়তে পারেননি সৌমি। মুখ থুবরে পড়ে সিনেমাটি। এরপর আর তাকে নতুন সিনেমায় দেখা যায়নি। তবে নিয়মিত নাটকে দেখা মিলছে অভিনেত্রীর।

সম্প্রতি সেমন্তী সৌমি কাজ করেছেন ‘বেহায়া বউ’ নামের একটি নাটকে। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।

জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে সম্প্রতি ‘বেহায়া বউ’ নাটকটি মুক্তি পেয়েছে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, আফজাল সুজন, আদর আহমেদ, তৃনা প্রমুখ।

তারা খুব পাওয়ারফুল, জীবনটা শুধু একা বাঁচার নয় : ঋতুপর্ণাকে শ্রীলেখা