জুমবাংলা ডেস্ক : গ্রাহকদের শক্তিশালী নেটওয়ার্ক অভিজ্ঞতা ও সেবা দিতে ‘১ নম্বর এক্সপ্রেস’ নামে ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
সারা দেশে এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহক নিজের সুবিধামত মাইজিপিতে ডেটা অফার থেকে শুরু করে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) অভিজ্ঞতা, হাই-স্পিড ও লো-পিং গেমিং, কাস্টমাইজড ফ্লেক্সিপ্ল্যান প্যাকেজসহ নানা সেবা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এই ক্যাম্পেইনের ‘১ নম্বর এক্সপ্রেস’ বাস উদ্বোধন করা হয়। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।
ফারহা নাজ জামান বলেন, “গ্রাহকদের সুবিধার্থেই প্রতিনিয়ত নানা সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমরা। ১ নম্বর এক্সপ্রেস ক্যাম্পেইনটি আমাদের সেই সম্পর্কেরই উদযাপন, যেখানে সরাসরি দেশের আনাচে-কানাচে গ্রাহকদের নিকট গ্রামীণফোনের সেবা পৌঁছে দিতে পারব আমরা।
“আমরা চাই গ্রাহকরা আমাদের নেটওয়ার্কের পূর্ণ সক্ষমতা উপভোগ করুক, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হোক এবং তাদের হাতে পৌঁছে যাক সেরা টেলিকম সেবা, যেমনটি তারা চান।”
ক্যাম্পেইনের ‘একের মধ্যেই অনেক’ শীর্ষক নতুন থিম সং উন্মোচন করা হয়েছে। সঙ্গীতশিল্পী প্রীতম হাসান এই গান পরিবেশনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।