স্পোর্টস ডেস্ক: আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।
বেলা সাড়ে ১২টায় নিলাম অনুষ্ঠান শুরু হয়। এবারের আইপিএলে অংশ নিয়েছে ১০টি দল। নতুন দল হিসেবে আইপিএলে যোগ দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স।
নিলামে থাকা ৫৯০ জন ক্রিকেটারের মধ্যে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ১৬১ জন ক্রিকেটারের নাম উঠবে। শুরুতেই মার্কি ক্রিকেটারদের তালিকায় থাকা ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামের শুরুতে নাম উঠে শিখর ধাওয়ানের। বেশ কয়েকটি দলের লড়াই হয় ধাওয়ানকে পেতে। শেষ পর্যন্ত ৮ কোটি ২৫ লাখ রুপিতে শিখর ধাওয়ানকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস।
আসুন জেনে নেওয়া যাক আইপিএল ইতিহাসে সবচেযে দামি ক্রিকেটার কারা-
এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি, যার দাম ১৭ কোটি রুপি।
তবে ২০২২ সালের জন্য তিনি নিজের মূল্য ২ কোটি কমিয়ে এনেছেন। এখন বিরাট ১৫ কোটি রুপির ক্রিকেটার। তিনি খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।
১৭ কোটি রুপিতে নতুন দল লক্ষ্ণৌতে খেলবেন কেএল রাহুল।
দুই হাজার পনেরো সালে যুবরাজ সিং দিল্লি কাপিটালসে যোগ দিয়েছিলেন ১৬ কোটি রুপিতে।
আইপিএল নিলামে যুবরাজই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। তবে পরবর্তীতে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসের দাম ওঠে ১৬.২৫ কোটি রুপি। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।
২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন প্যাট কামিন্স, এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দাম উঠেছিল ১৫.৫ কোটি রুপি।
‘পুষ্পা’য় মজেছেন কোহলিও, আল্লু অর্জুনের মতো নাচ বিরাটের (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।