বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের প্রাণ প্রযোজকরা। তাদের মূলধন দিয়ে নির্মিত হয় একেকটা চলচ্চিত্র। তাই ঢাকাই চলচ্চিত্রের মাদার সংগঠন বলা হয় প্রযোজক ও পরিবেশকদের এই সংগঠনকে। আর সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন। মামলা ও বিভিন্ন জটিলতায় এই সংগঠনটির নির্বাচন দীর্ঘ ৭ বছর ধরে আটকে আছে। এবার সে জট খোলেছে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) জহির রায়হান ভিআইপি প্রজকশন হলে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ভোট দিতে আসেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক শাকিব খান। এ পর্যন্ত বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক।
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদী নির্বাচনে ১৯ সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪১ জন। মোট ভোটার সংখ্যা ১৪০ জন। দুই সহযোগী সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৯ জন। এখানে মোট ভোটার আছে ৫৪ জন। তবে এবারের নির্বাচনে কোনো প্যানেল থাকছে না।নির্বাচন অনুষ্ঠিত হবে দুই ধাপে।
প্রথমে সাধারণ সদস্যরা ১৯ জন নির্বাহী সদস্যকে নির্বাচিত করবেন। এরপর ১৯ জন মিলে সম্পাদকীয় পদের জন্য ১০ জনকে নির্বাচিত করবেন। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।